Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বৈরাচারের দোসর দিয়ে দল ভারী করতে চাই না’

স্পেশাল করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ২০:২০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:২২

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা স্বৈরাচারের দোসর, তাদের সহযোগী, জাতীয় পার্টির দালাল, চোর-ডাকাত দিয়ে দল ভারী করতে চাই না। গত ১৫ বছর বিএনপির দুঃসময়ে আমরা যারা মাঠে ছিলাম, তারাই বিএনপির প্রকৃত সৈনিক।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, ‘গত ১৫ বছর যারা স্বৈরাচারের দোসর কিংবা তাদের সহযোগী ছিল, যারা মামলা-হামলার ভয়ে ঘরে লুকিয়েছিল, তারা এখন রাস্তায় নেমেছে। অনেকে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির দালাল, চোর-ডাকাত দিয়ে দল ভারী করার চেষ্টা করছে। তারা আবার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করছে।’

‘মানুষ জানে দুঃসময়ে কারা বিএনপির প্রকৃত সৈনিক ছিল। কোনো দালাল, চোর-ডাকাত কখনো বিএনপির বা জিয়ার সৈনিক হতে পারে না’— মীর হেলাল বলেন।

তিনি আরও বলেন, ‘ভিনদেশি আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতি রক্ষায় জাসাস অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্কৃতি মানে শুধু গানবাজনা নয়, সংস্কৃতির একটি জাতিস্বত্বার আত্মপরিচয়ের প্রতিফলন।’

চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্যাহর সঞ্চালনায় এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সাইন্সের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলার আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর