Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ের খ্রিস্টান পল্লীতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ২০:৫৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:৫৮

১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া সাবজোনের প্রাতাপাড়ায় উৎসব উপলক্ষ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়

বান্দরবান: খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলার পাহাড়ি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া সাবজোনের প্রাতাপাড়ায় উৎসব উপলক্ষ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রত্যেক পরিবারকে চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা বিতরণ করা হয়। ‘দি ম্যাজেস্টিক টাইগারস’ এর অধিনায়কের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন সেনা সাব জোনের সাবজোন কমান্ডার।

অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্তিষ্ট চার্চের ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগিতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, ‘চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।’

সারাবাংলা/এইচআই

বড় দিন বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর