Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ২১:৩৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০০:২৪

গুলিতে আহত সাব্বির

খুলনা: খুলনায় রূপসায় সন্ত্রাসীর গুলিতে সাব্বির (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের হেলার বটতলা ঈদগাহ ময়দান রোডে এ ঘটনা ঘটে।

আহত সাব্বির নৈহাটি ইউনিয়নের আ. কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সাব্বির মোটরসাইকেল যোগে তার বাড়ি সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলের চারজন যুবক প্রথমে তার রাস্তা প্রতিরোধ করে। এরপর তাকে তাদের গাড়িতে ওঠানোর চেষ্টা করে। সাব্বির বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল রেখে পালালোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার শরীরের পিছনে লেগে সে মারাত্মক আহত হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই যুবকের পিছনে গুলি লেগেছে। তবে কে বা কারা তার ওপর গুলি চালিয়েছে। এখন পর্যন্ত তা বলা যাচ্ছে না।’

সারাবাংলা/এইচআই

খুলনা হত্যা চেষ্টা

বিজ্ঞাপন

আলবেনিয়ায় টিকটক ১ বছর নিষিদ্ধ
২২ ডিসেম্বর ২০২৪ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর