Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলবেনিয়ায় টিকটক ১ বছর নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ০০:০৭

টিকটক। ছবি: সংগৃহীত

আলবেনিয়ার সরকার আগামী এক বছরের জন্য টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত মাসে এক টিনএজার নিহত হওয়া ঘটনাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা জারি করল দেশটি।

শনিবার (২১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৪ বছর বয়সী এক স্কুলছাত্রের হত্যাকে কেন্দ্র করে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে। গত নভেম্বরে এক সহপাঠীর হাতে ছুরিকাঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে তর্কাতর্কি থেকে ওই হত্যাকাণ্ড হয়েছিল।

দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বৃহৎ পরিসরে স্কুলগুলোতে নিরাপত্তা নিশ্চিতে দেশটির প্রধানমন্ত্রী এডি রামা এ সিদ্ধান্ত দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এক বছরের জন্য আমরা সম্পূর্ণরূপে টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না। সামাজিক যোগাযোগমাধ্যম কিশোরদের মধ্যে সহিংসতা উসকে দিচ্ছে।’

ইতোমধ্যে ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামসহ ইউরোপের বেশকিছু দেশ শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। গত নভেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমের সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করেছে অস্ট্রেলিয়া।

এই নিষেধাজ্ঞা আগামী বছরের শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আলবেনিয়া টিকটক

বিজ্ঞাপন

আলবেনিয়ায় টিকটক ১ বছর নিষিদ্ধ
২২ ডিসেম্বর ২০২৪ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর