শৃঙ্খলা ভঙ্গ
রাবির ১৮ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩৩ জনকে শাস্তি
২২ ডিসেম্বর ২০২৪ ০০:২৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১১:১৭
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সরাসরি হামলা, ষড়যন্ত্রসহ শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩৩ জনকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর সিন্ডিকেটের ৫৩৫তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিপীড়ন ও অত্যাচার ইত্যাদি অপরাধের ধরণ ও মাত্রাভেদে ছয় জনকে স্থায়ী বহিষ্কার, তবে ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল; পাঁচ জনকে দুই বছরের জন্য বহিষ্কার, চার জনকে একবছরের জন্য বহিষ্কার, দুই জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার, একজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা, এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৪ জনের আবাসিকতা বাতিল ও পাঁচ জনের মুচলেকা প্রদানের মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে পাঁচ জন শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায়ে প্রমাণিত অপরাধের জন্য শাস্তি প্রদান করা হলেও অধিকতর তদন্ত সাপেক্ষে পুনরায় তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা ব্যতীত মুচলেকার মাধ্যমে হলে থাকার অনুমতিপ্রাপ্ত পাঁচ জনসহ শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘সিদ্ধান্তটি নানা সময়ে বিভিন্ন অপরাধ বিবেচনায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর, বিভিন্ন বিভাগ ও হলে জমা পড়া অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব শাস্তি দেওয়া হলো। তবে আমরা এখনই তাদের পরিচয় প্রকাশ করতে চাচ্ছি না। সিদ্ধান্তের কপি শাস্তিপ্রাপ্তদের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হলে আশা করি আপনারা জানতে পারবেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একটা বড় অংশ নির্দিষ্ট রাজনৈতিক দলের। তবে, তাদের রাজনৈতিক বিবেচনায় কোনো শাস্তি দেওয়া হয়নি। বরং, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়া হয়েছে। এ জায়গাটায় বার্তা থাকবে, ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে কেউ যুক্ত থাকলে তাকে দল-মত নির্বিশেষে শাস্তি পেতে হবে।’
সারাবাংলা/পিটিএম
১৮ শিক্ষার্থী বহিষ্কার ৩৩ জন শাস্তি টপ নিউজ রাজশাহী বিশ্ববিদ্যালয়