ছবির গল্প
কুয়াশা কাটা পাখি
স্টাফ ফটো করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ০৮:১৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৪৪
২২ ডিসেম্বর ২০২৪ ০৮:১৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৪৪
‘শীতের ভোরগুলো ফিকে হয়ে আসে
শিশিরের প্রেমে জাগে রাতের আঁখি
আমরা কেবল হিমের ভেতর হারাই
স্বপ্ন নিয়ে উড়ে যায় কুয়াশা কাটা পাখি।’
শীতের সকালগুলো একটু অন্যরকম। হয়তো কুয়াশায় ঢাকা, নয়তো কোমল রোদ। তবে শীতের বেশিরভাগ ভোরই কুয়াশা নিয়ে লেপ্টে থাকে প্রকৃতির শরীরে। এইসব ভোর, শিশির ও কুয়াশার গল্পে কখনো কখনো ভাগ বসায় মানুষ, কখনোবা রোদ্দুর; আবার কখনো এসে জুড়ে বসে পিঠা-পুলির উৎসব। তবে ভোর হতেই প্রকৃতিতে সরব হয় পাখ-পাখালির দল। তখন তারা কুয়াশা ভেদ করে সূর্য ছুঁতে চায়। মনে হয়, এ যেন কুয়াশা কাটা পাখির দল। ভোরের মাঠে সেরকম পাখিদের কুয়াশা কাটার দৃশ্য ফ্রেমে ফ্রেমে তুলে এনেছেন সারাবাংলার স্টাফ ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/পিটিএম