Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় হাসপাতাল ও স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২

ইসরায়েলি হামলা ধ্বংস হাসপাতাল। ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় অচল কামাল আদওয়ান হাসপাতালে একাধিক হামলা চালিয়েছে যেখানে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল। হাসপাতালের ভেতরে ও আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর এসব হামলা চালানো হয়।

এদিকে হাসপাতালটির কাছাকাছি আল আওদা হাসপাতালও ইসরায়েলি হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এসব হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনী মুসা বিন নুসাইর স্কুলে বোমা হামলা চালিয়েছে, যা গাজা শহরের উত্তরে অবস্থিত। এতে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পোপ ফ্রান্সিস গাজায় শিশু হত্যা প্রসঙ্গে ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘এটি যুদ্ধ নয়, বরং নিষ্ঠুরতা।’ ক্রিসমাস উপলক্ষে দেওয়া বক্তব্যে এই মন্তব্যের জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার পর থেকে ইসরায়েলের গাজা যুদ্ধ চলমান। এতে এখন পর্যন্ত অন্তত ৪৫ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭ হাজার ৫৭৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ওই দিন হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি বন্দী হন।

সারাবাংলা/এনজে

ইসরায়েল গাঁজা নিহত হামলা

বিজ্ঞাপন

ফোক ফেস্ট নিয়ে নতুন সিদ্ধান্ত
২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৫

আরো

সম্পর্কিত খবর