অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ
বাংলাদেশকে কাঁদিয়ে নারী এশিয়া কাপ জিতল ভারত
২২ ডিসেম্বর ২০২৪ ১০:৪৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৩৪
টুর্নামেন্টের শুরু থেকেই দাপটের সাথে খেলে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন তারা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের জমজমাট এক ফাইনালে ভারতকে অল্প রানে বেঁধে ফেললেও ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারতের মেয়েরাই।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে ইনিংসের কোনো ভাগেই থিতু হতে দেয়নি বাংলাদেশ। চারজন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংক। ভারতের হয়ে সেরা ইনিংস খেলেছেন ওপেনার গনগাদি তৃষা। ৪৭ বলে ৫২ রান করে তিনিই দলকে এগিয়ে নিয়ে গেছেন।
বল হাতে বাংলাদেশের সেরা আলো ছড়িয়েছেন ফারজানা ইয়াসমিন। ৩১ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে বড় স্কোর গড়তে দেননি তিনি। ২ উইকেট নিয়েছেন নিশি। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১১৭ রান তোলে ভারত।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কখনোই থিতু হতে পারেনি বাংলাদেশের ইনিংস। নিয়মিত উইকেট হারিয়ে ১০০ রানও পেরোতে পারেনি তারা। বাংলাদেশের মাত্র দুইজন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংক। জুরিয়া ফেরদৌসের ২২ রানের ইনিংসই দলীয় সর্বোচ্চ। ফাহমিদা ছোঁয়া করেছেন ১৮ রান।
১৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার শুকলা। ২টি করে উইকেট নিয়েছেন সিসোদিয়া ও সোনাম। ভারতের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
সারাবাংলা/এফএম