গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত ১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫
২২ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খাবার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লুকাস মুরমু (৩০)। তিনি গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের চামগাড়ী এলাকার হোপনা মুরমু’র ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্হোফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার মধ্যে রাস্তা পারাপরের সময় দুর্ঘটনাটি ঘটতে পারে। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এনজে