ভানুয়াতুতে আবার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬
২২ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬
ভানুয়াতুর প্রধান দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পর আবারও ভূমিকম্প হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) ভোরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠে। আগে থেকেই কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। পূর্বের ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং এতে ১২ জন নিহত হয়েছিল।
সর্বশেষ ভূমিকম্পটি ৪০ কিলোমিটার (২৫ মাইল) বেগে ঘটেছে এবং এটি রাজধানীর প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল, যা একটি আফটারশকের স্ট্রিংয়ে কেঁপে উঠেছে।
দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ, এফাতে মঙ্গলবারের মারাত্মক ৭.৩-মাত্রার ভূমিকম্পের পর ভাঙা ভবনগুলো এখনও পড়ে আছে। রাজধানী পোর্ট ভিলার এবং এর আশেপাশে ভূমিধস শুরু হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ