৩৩ ঘন্টায়ও উদ্ধার হয়নি ব্রিজ ভেঙে নদীতে পড়া ট্রাক
২২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০
টঙ্গী: নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে এখনো চলছে ভারী যানবাহন। শনিবার (২১ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গীবাজার এলাকায় তুরাগ নদীর উপর অস্থায়ী বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে যায় পাথর বোঝাই একটি ট্রাক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী বেইলি ব্রিজে ঘটে এ দুর্ঘটনা। এ ঘটনা ঘটার ৩৩ ঘন্টা পেরিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার হয়নি।
রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা ছাড়া তেমন কাউকেই দেখা যায়নি।
জানা গেছে, দুপুর দুইটায় উদ্ধার কাজ শুরু হতে পারে। ময়মনসিংহ থেকে উদ্ধারের সরঞ্জাম আনা হচ্ছে। সেই সরঞ্জাম পৌঁছে গেলেই শুরু হবে বেইলী সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া উদ্ধার কার্যক্রম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সড়ক ও জনপথকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
সেই সঙ্গে,এ দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলার অনুরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।’
এ দুর্ঘটনার পর ময়মনসিংহমুখী লেনে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা পড়েছেন দুর্ভোগে।
এ বিষয়ে জানতে টঙ্গী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন খান বলেন, ‘আমরা ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড দিয়েছিলাম। কিন্তু চালকরা নির্দেশনা না মেনে চলাচল করছে। এ দায় আমাদের নয়। এ দুর্ঘটনার দায়ী চালক। সে নিষেধাজ্ঞা অমান্য করেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. মাহামুদুল হাসান বলেন, ‘আমরা এসেছি উদ্ধার কাজে সহোযোগিতা করতে। উদ্ধার করা আমাদের দায়িত্ব নয়। যেহেতু নদীতে পড়েছে তাই আমরা এসেছি সড়ক ও জনপথকে উদ্ধার কাজে সহোযোগিতা করার জন্য।’
সারাবাংলা/এসডব্লিউ