Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদির জামিন না-মঞ্জুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯

খুলনা: হত্যাহামলা ও মারধরের ৪টি মামলায় রোববার খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ব্যরিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে ৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত না-মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়।

এদিকে সালাম মুর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে সালাম মুর্শেদীর অনুসারি ও তার বিরোধীপক্ষের পক্ষে বাক-বিতন্ডা হয়। গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র‌্যাব।

সারাবাংলা/আরএস

আব্দুস সালাম মুর্শেদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর