সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২২ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২
দিনাজপুর : রাজধানীর টঙ্গী ইজতেমা মাঠে গত ১৮ ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসী হামলা ও চারজন নিহতের ঘটনায় জড়িতদের বিচার এবং সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ওলামা মশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে হিলি বাজারের গোডাউন মোড় এলাকা থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বন্দর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বাংলাহিলি খাদ্যাগুদামের সামনে বাংলাহিলি আল আজিজিয়া মাদ্রাসার মুহা তামিম মাওঃ শামসুল হুদা খানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে তাবলীগের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে চার খুনের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন- হিলি আজিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল ওহাব, মাওঃ তৌফিক এলাহী, মুফতি নুরুল করিম কাসেমী, মাওঃ আবুল হাসান, মাওঃ শায়খুল হাদীস মহিউদ্দিন মাওঃ শায়খুল হাদীস তৈয়ব, মাওঃ মুফতি খূবায়ইব রাজী জয়পুরহাটের মাওঃ রুহুল আমিন, মাওঃ বোরহান উদ্দিন প্রমুখ।
সারাবাংলা/আরএস