আ.লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে, ৪২ জনের জামিন
২২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১
যশোর: নাশকতার পৃথক মামলায় আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে ৪২ জনের জামিন হয়েছে। ১২৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে যশোর আদালতে উপস্থিত হয়ে সবাই জামিন আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ১০৫ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন।
সদর উপজেলার নাশকতার মামলায় আত্মসমর্পণ করেছেন ২০ জন। তাদের মধ্যে সদরের ফতেপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনও রয়েছেন।
এদিকে, কেশবপুরের একটি নাশকতার মামলায় ৪২ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাদের সকলের জামিন দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ রাশেদুর রহমান।
জামিন প্রসঙ্গে জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জামিন দেওয়া বিচারকের এখতিয়ার হলেও এভাবে জামিন দেওয়া সমাজ ভালো দৃষ্টিতে দেখবে না।।
সারাবাংলা/এসআর