ঢাকা: বিটিভির অনিয়ম, নৈরাজ্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ। তারা ১২ দফা দাবি তোলেছেন। আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলরুমে বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ সংবাদ সম্মেলনে ১২ দফা দাবি জানান।
সংগঠনের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন
সদস্য সচিব বাদ্যযন্ত্রী শিল্পী পলাশ কুমার সাউ, নজরুল সংগীত শিল্পী সুজিত মোস্তফা, ক্রাক প্লাটুনের গেরিলা সংগীত শিল্পী লিনু বিল্লাহ, মুজিব পরদেশী, শেখ জসিম, আলী আশরাফ আকন, মিলন ভট্টাচার্য ও ইফতেখার হোসেন।
এসময় বক্তারা বলেন, বর্তমানে বিটিভিতে চরম অব্যবস্থাপনা, কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, অদক্ষতা ও জবাবদিহিতার অভাবে প্রতিষ্ঠানটি দুর্নীতি ও দুর্নীতিবাজদের করালগ্রাসে ডুবতে বসেছে।
তারা আরও বলেন, বিটিভি রক্ষায় প্রয়োজনে শিল্পীসমাজ আবারও রাজপথে নামবে। অনিয়ম, নৈরাজ্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেনা বলে হুঁশিয়ারি দেন তারা।