৫৩ বছরে সর্বোচ্চ মুনাফা শিপিং করপোরেশনের
২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২১:০০
চট্টগ্রাম ব্যুরো: গত জুনে শেষ হওয়া অর্থবছরে প্রায় ২৫০ কোটি টাকা মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সংস্থাটি বলছে, ৫৩ বছরের মধ্যে এটিই তাদের অর্জিত সর্বোচ্চ মুনাফা।
বিএসসি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে তাদের পরিচলন আয় ছিল ৪৮৭ কোটি ৭৪ লাখ টাকা, অন্যান্য খাত থেকে আয় ১০৮ কোটি ৪৪ লাখ টাকা। সব মিলিয়ে এ অর্থবছরে তাদের মোট আয় ৫৯৬ কোটি ১৯ লাখ টাকা।
একই অর্থবছরে ১৮৯ কোটি ৬১ লাখ টাকা পরিচলন ব্যয় এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ১২১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়সহ বিএসসির মোট ব্যয় ৩১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে কর সমন্বয়ের পর ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির নিট মুনাফা ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর বোটক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য দিয়েছেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও সচিব মোহাম্মদ ইউসুফ ছিলেন।
বিএসসির আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে তিন কোটি ৪০ লাখ টাকা বেশি মুনাফা করেছে সংস্থাটি। আগের ২০২২-২৩ অর্থবছরে সংস্থাটির মোট আয় হয়েছিল ৬৬৭ কোটি ২৩ লাখ টাকা, খরচ ছিল ৩৭৫ কোটি ৬৪ লাখ টাকা। কর সমন্বয়ের পর নিট মুনাফা হয়েছিল ২৪৬ কোটি ২৯ লাখ টাকা।
এ অবস্থায় বিএসসি অংশীদারদের ২০২৩-২৪ অর্থবছরের নিট মুনাফা থেকে ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
‘দুর্দিনে’ ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণায় বিএসসির পরিচালনা পর্ষদের প্রশংসা করে নৌ পরিবহণ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘এখন শেয়ারের বাজারে দুর্দিন চলছে। কোনো কোম্পানি এত খানি লভ্যাংশ দিতে পারছে না। সেখানে বাংলাদেশ শিপিং করপোরেশন এই দুর্দিনে ছয়টি জাহাজ নিয়ে আপনাদের ২৫ শতাংশ প্রফিট শেয়ার দিয়েছে। আমি আশা করি, আগামী বছর আমি থাকি বা না থাকি, আপনাদের প্রফিট শেয়ার আরও বাড়বে।’
‘বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান প্রায় পৌনে পাঁচ শ কোটি টাকা লোন নিয়ে সরকারকে আবার ফেরত দিয়েছে, এটি অনেক বড় ঘটনা। বিএসসি এটি সম্ভব করেছে। এটি হয়েছে কেবল বাংলাদেশ শিপিং করপোরেশনের ওপর শেয়ারহোল্ডারদের আস্থা-বিশ্বাস ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার কারণে।’
বিএসসির আর্থিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সংস্থাটির পরিশোধিত মূলধন ছিল ১৫২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। এর মধ্যে সরকারের শেয়ারের পরিমাণ ৭৯ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। বেসরকারি শেয়ারের পরিমাণ ৭৩ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা।
সরকারের শেয়ারের সংখ্যা সাত কোটি ৯৪ লাখ ৬৩ হাজার ৪৪০টি, যা মোট শেয়ারের ৫২ দশমিক ১০ শতাংশ। আর বেসরকারি শেয়ারের সংখ্যা সাত কোটি ৩০ লাখ ৭১ হাজার ৬০০টি, যা মোট শেয়ার সংখ্যার ৪৭ দশমিক ৯০ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরে নিরীক্ষা হিসেব অনুযায়ী, বিএসসির মোট সম্পদের পরিমাণ তিন হাজার ৮১১ কোটি ৫৩ লাখ টাকা। দেনার পরিমাণ দুই হাজার ২৫৬ কোটি ১৬ লাখ টাকা।
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে বাংলাদেশ শিপিং করপোরেশনের যাত্রা শুরু হয়। ১৯৭৪ সালে বিএসসির বহরে ১৪টি জাহাজ যুক্ত হয়। এখন জাহাজের সংখ্যা ছয়টি।
সারাবাংলা/আরডি/টিআর