Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কম্পিউটার কাউন্সিলের সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২১:১৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২১:১৭

বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

ঢাকা: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবাসংক্রান্ত চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আওতাধীন এনআইডি’র মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

এনআইডি মহাপরিচালক বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। গত ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি’র দ্বিপাক্ষিক চুক্তি হয়।’

তিনি বলেন, ‘চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় দিতে পারবে না। কিন্তু বিসিসি তা লঙ্ঘন করেছে।’

এনআইডি ডিজি আরও বলেন, ‘চলতি বছরের ৩ সেপ্টেম্বর বিসিসি’র কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি জবাব দেওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে গত ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। তবে যে জবাব দেওয়া হয় তা নির্বাচন কমিশনে সন্তোষজনক নয়, মর্মে গণ্য হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে।’

তিনি বলেন, চুক্তি বাতিল করে বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

কম্পিউটার কাউন্সিল চুক্তি বাতিল নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর