Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের নতুন সভাপতি সহিদুল্লা, মহাসচিব রেজা করিম

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২০:৩৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২১:১৪

(বাঁ থেকে) শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, সহসভাপতি ডা. ম্যান্ডি করিম ও মহাসচিব রেজা করিম। ছবি: বিজ্ঞপ্তি থেকে

ঢাকা: শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা মহাসচিব নির্বাচিত হয়েছেন রেজা করিম।

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সমাজসেবামূলক এই সংস্থার প্রতিষ্ঠাতা শিশু বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক প্রয়াত ডা. এম আর খান।

বিজ্ঞাপন

ফাউন্ডেশনের অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডা. ম্যান্ডি করিম, সেখ মোয়াজ্জেম হোসেন ও সাকিনা খান। যুগ্ম মহাসচিব হয়েছেন সিনিয়র কনসালট্যান্ট ডা. এ কে এম সামছুজ্জামান। এর মধ্যে ডা. ম্যান্ডি করিম ও রেজা করিম প্রয়াত অধ্যাপক ডা. এম আর খানের একমাত্র কন্যা ও জামাতা।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ওবায়দুল কবির খান, সাংগঠনিক সচিব পদে মো. সামসুজ্জামান, সাংস্কৃতিক ও প্রচার সচিব পদে ডা. সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হয়েছেন ডা. এম এ জলিল, অধ্যাপক ড. শাহ্ মাহফুজুর রহমান ও অধ্যাপক ডা. এহসান কাদির।

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশসহ এর সব অঙ্গসংগঠন নবনির্বাচিত পরিষদের সাফল্যের জন্য দেশবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছে।

সারাবাংলা/এসবি/টিআর

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা ডা. ম্যান্ডি করিম ডা. সহিদুল্লাহ শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন