ঢাকা: গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষয় জনসাধারণের কথা ভেবে রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার।
তিনি বলেন, জীবন-জীবিকার সংকট নিরসনে এ দেশের মানুষ জীবন দিয়ে সংগ্রামে বিজয়ী হয়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে সরকারের কর্তাব্যক্তিরা জনগণের আকাঙ্ক্ষা ভুলে যায়। চব্বিশের গণঅভ্যুত্থানের বিজয়কে ব্যর্থ হতে দেওয়া হবে না। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ধনী তোষণের নীতি পরিত্যাগ করে সর্বজনের রাষ্ট্র গড়ুন।
রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর ধূপখোলা মাঠে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অন্য শ্রমিক নেতারা বলেন, মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দিচ্ছে সরকার। কিন্তু সাধারণ মানুষের জীবনমান রক্ষায় কোনো আয়োজন নাই। শুধু সরকারি কর্মকর্তাদের খুশি করতে মহার্ঘ ভাতায় মনযোগ না দিয়ে দেশবাসীর জীবনমান রক্ষায় বাজার সিন্ডিকেটের লাগাম টানুন।
সমাবেশ থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে নেতারা বলেন, বছরের পর বছর ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের ওপর চলমান জুলুম ও জীবিকার সংকট নিরসন করতে আর মৌখিক সান্ত্বনায় কাজ হবে না। অবিলম্বে বিআরটিএর মাধ্যমে লাইসেন্স ও নীতিমালা প্রণয়নের কাজ শেষ করুন।
সমাবেশের শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গণসংগীত পরিবেশন করে। সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন যাত্রাবাড়ী, শ্যামপুর, গেন্ডারিয়া, কদমতলী থানার নবনির্বাচিত কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মিন্টু মোল্লার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন যাত্রাবাড়ী-শ্যামপুর-গেন্ডারিয়া-কদমতলী অঞ্চল সমন্বয় কমিটির সমন্বয়ক সাইফুল ইসলাম সমীর।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা জলি তালুকদার ছাড়াও পুরান ঢাকার শ্রমিক নেতা আবু তাহের বকুল, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, সদস্য মঞ্জুর মঈন, সূত্রাপুর থানা কমিউনিস্ট পার্টির সভাপতি বিকাশ সাহা, সংগঠনের গেন্ডারিয়া থানা সভাপতি মো. হাসান, যাত্রাবাড়ী থানা সাধারণ সম্পাদক রিপন হোসেন, শ্যামপুর থানা সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাকিবসহ অন্যরা বক্তব্য রাখেন।