Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীপুরে বোতাম কারখানার আগুন, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২১:৫৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২২:০৪

শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন

গাজীপুর: জেলার শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিকেলে ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। কারখানার আশপাশের বসতবাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ নিয়ে আসতে থাকেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘দুপুর শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার সংবাদ দেওয়া হয়। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা আসার আগে ২/৩ জন আহত হওয়ার সংবাদ পেয়েছি। আমরা একজনের লাশ উদ্ধার করেছি। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আগুন টপ নিউজ বোতাম কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর