আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে
২২ ডিসেম্বর ২০২৪ ২২:৫২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২২:৫৮
ঠাকুরগাঁও: আওয়ামী লীগের চিহ্নিত নেতা ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের খানকা শরীফ এলাকার কতিপয় নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। যোগদানকে কেন্দ্র করে বিএনপির আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসব ঘটনায় সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।
রোববার (২২ ডিসেম্বর) বিকালে শহরের কালিবাড়িস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন।
বক্তব্যে তিনি বলেন, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বর্ধিত সভা চলাকালে জনৈক আব্দুল কুদ্দুস হঠাৎ মঞ্চে উঠেন পড়েন। তখন তাকে বক্তব্য দিতে দেওয়া হয়। বক্তব্যে তিনি বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। এ ব্যাপারে বিএনপির জেলা ও পৌর কমিটির কোনো সিদ্ধান্ত ছিল না। এ ঘটনাটা আওয়ামী সন্ত্রাসীদের বিএনপিতে যোগদানের ঘটনা নয়।
এসময় জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক তারিক আদনানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর