‘শেখ হাসিনা ছাত্র-শ্রমিক-শিশুর হত্যাকারীর পাশাপাশি হাজারো মানুষের গুম-জননী’
২২ ডিসেম্বর ২০২৪ ২৩:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০০:০০
ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ছাত্র, শ্রমিক, এমনকি মাত্র চার বছরের শিশুরও হত্যাকারী, হাজারো মানুষের গুম-জননী, যাদের বেশিরভাগই ছিলেন বিরোধীদলের কর্মী। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে। তিনি বলেন, লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য স্থানের নির্যাতনকারীদের গল্পগুলো বারবার প্রমাণ করে যে, স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়।
রোববার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গুজবের পেছনে রয়েছে।’ এর জবাবে তিনি বলেন, ‘স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়।’ আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি পোস্টের ছবি শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
তিনি লেখেন, ‘পরিষ্কারভাবে জানাতে চাই, আমরা কোনো গুজব ছড়াইনি যে, ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। আমার দলের কেউই এ ধরনের কোনো মন্তব্য করেনি। তাদের সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করেননি। গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী ও সমর্থকদের কাজ।’
তিনি আরও লেখেন, ‘তবে আমরা এটুকু বলতে পারি, দেরি হোক বা দ্রুত হোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যার্পণ চাইব। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।’
সারাবাংলা/জিএস/পিটিএম