Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তিন শূন্যতে শফিকের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮

টানা শূন্যতে শফিকের লজ্জার রেকর্ড

সিরিজের প্রথম দুই ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও ব্যর্থ পাকিস্তান ব্যাটার আবদুল্লাহ শফিক। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছেন শফিক। আর এতেই নতুন এক লজ্জার রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টানা শূন্য রানে আউটের রেকর্ড এখন শফিকের।

পার্লে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ বলের মাথায় রানের খাতা না খুলেই ফেরেন শফিক। কেপটাউনের দ্বিতীয় ম্যাচে ২য় বলে শূন্য রানে ফিরেছিলেন তিনি। শেষ ম্যাচে প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরেছেন শফিক। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি টানা শূন্যতে ফেরার নতুন রেকর্ড এটি।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে টানা তিন ইনিংসে শূন্য রানে ফেরার তিক্ত স্বাদ পেয়েছিলেন আরও ৫ ব্যাটার। ১৯৯৩ সালে শোয়েব মোহাম্মদ, ১৯৯৬ সালে শাদাব কাবির, ২০০০ সালে মোহাম্মদ ওয়াসিম, ২০০৪ সালে শোয়েব মালিক ও ২০১০ সালে সালমান বাট সব ফরম্যাট মিলিয়ে টানা তিন ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন।

টানা তিন শূন্যতে আরেকটি লজ্জার রেকর্ড গড়েছেন শফিক। ২০২৪ সালে সব ফরম্যাট মিলিতে ৭ বার শূন্য রানে ফিরেছেন তিনি। এই বছর ওয়ানডেতে ৩ বার ও টেস্টে ৪ বার ডাক মেরেছেন শফিক। এক বছরে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার নতুন রেকর্ড গড়লেন শফিক।

শফিক ভেঙ্গেছেল ইমরান নাজির ও মোহাম্মদ হাফিজের রেকর্ড। ২০০০ সালে ৩২ ইনিংসে ৬টি ডাক মেরেছিলেন নাজির। ২০১২ সালে ৪৩ ইনিংসে ৬ বার শূন্য রানে ফেরেন হাফিজ। শফিক তাদের ছাড়িয়ে গেছেন ২১ ইনিংসেই।

শফিকের সামনে অপেক্ষা করছে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার বিশ্বরেকর্ড। টানা চার ওয়ানডে ইনিংসে শূন্য রানে ফেরার রেকর্ড যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের গাস লগি, শ্রীলংকার প্রামোদা বিক্রমাসিংহে ও লাসিথ মালিঙ্গা, জিম্বাবুয়ের হেনরি ওলোঙ্গা ও ইংল্যান্ডের ক্রেইগ হোয়াইটের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আবদুল্লাহ শফিক দক্ষিণ আফ্রিকা পাকিস্তান রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর