বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
২৩ ডিসেম্বর ২০২৪ ১২:০৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫
কুমিল্লা: জেলার সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন যুবক নিহত হয়েছেন।
রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (২৯), ভুবনগড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল (২৭) এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (২৬)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মহিনুল বলেন, ‘রোববার রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। পথে রাত দেড়টার দিকে পালপাড়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।’
ওসি জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’
সারাবাংলা/পিটিএম