Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনায় প্রেসউইংয়ের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৫৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করতে তদন্ত করতে বলা হয়েছে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে।

সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। এ তথ্য উল্লেখ করে প্রেসউইং বার্তায় বলেছে, আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার ভিডিও রোববার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানু (৭৮) পাশের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সাবেক সহসভাপতি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেনস্তা করার সময়কার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ আব্দুল হাই কানুকে ধরে আনেন। তার পরনে ছিল পাঞ্জাবি ও লাল কটি, গলায় জুতার মালা। ভিডিওতে একজন বলছিলেন, আব্দুল হাই যেন বাড়ি থেকে বের হয়ে যান। আরেকজন তাকে কুমিল্লা থেকেই বের হয়ে যেতে বলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

গলায় জুতার মালা জুতার মালা পরিয়ে হেনস্তা প্রধান উপদেষ্টার প্রেসউইং বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আব্দুল হাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর