শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:১৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪
সোমবার পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: মন্ত্রণালয়
ঢাকা: ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি তাকে (শেখ হাসিনা) প্রত্যার্পণের (এক্সট্রাডিশন) জন্য। বিষয়টি প্রক্রিয়াধীন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী (শেখ হাসিনাকে ফিরিয়ে আনা) হবে।’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘দুই মাসে নয়, বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না।’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত (বর্ডার) আছে, সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। আগে ওদের বিজিপির (মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ) সঙ্গে কথা বলার অবস্থা ছিল। এখন আর সেটি নেই। তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়াল কথা সুযোগ নেই।
এ পরিস্থিতি সত্ত্বেও যত দ্রুতসম্ভব রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি (রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে) বিস্তারিত (ডিটেইলস) বলতে পারব না। আপনারা (সাংবাদিক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করতে পারেন। (রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে) তারা ভালো বলতে পারবে। তবে আমাদের প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে ভালো ফল পাব।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে দুর্নীতির মাধ্যমে। এ ক্ষেত্রে বিজিবি কোনোভাবে জড়িত কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আপনারা সেখানে গেলে জানতে পারবেন পরিস্থিতি কী। সেখানে যুদ্ধ হচ্ছে। সেখানকার পরিস্থিতিও আপনারা জানেন। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমেই প্রবেশ করে।’
এর আগে সোমবার সকালে পিলখানায় বিজিবির সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে আগের বছরের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৩২ জন বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন তিনি।
সারাবাংলা/ইউজে/টিআর