Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩

টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বেড়বাড়ী, ৯টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে একটি বেসরকারী কোম্পানীতে দায়িত্ব পালন শেষে মামুন মিয়া (২৪) নামের এক ব্যক্তি সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো: আবুল কাশেমের ছেলে। ট্রাক চাপায় নিহত মামুন মিয়া ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরী করতেন।

এদিকে সকাল ৯ টার দিকে সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

অন্যদিকে সখীপুর উপজেলার জোড়দিঘী এলাকায় মাছ কেনার জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুর বকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

টাঙ্গাইল মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর