এনসিএল টি-টোয়েন্টি
রংপুর না ঢাকা মেট্রো? কার হাতে এনসিএল শিরোপা?
২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২২
দেখতে দেখতে শেষদিকে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। প্রায় ১৪ বছর পর চালু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। আগামীকাল দুপুর ১২.৩০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) ফাইনালের আগের দিন সিলেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়ককে নিয়ে হলো আনুষ্ঠানিক ফটোসেশন। সংবাদ সম্মেলনে ফাইনাল নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছেন, রংপুর অধিনায়ক আকবর আলী ও ঢাকা মেট্রো অধিনায়ক নাঈম শেখ।
গ্রুপ পর্বে টানা ৭ ম্যাচ জিতে সবার আগে শেষ চার নিশ্চিত করে ঢাকা মেট্রো। অধিনায়ক নাঈম শেখও ফাইনালের আগে সেই ধারাবাহিকতা ধরে রাখাতেই বিশ্বাসী। ফাইনালে্র আগে দলের প্রতি কী বার্তা দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রো অধিনায়ক বলেন, ‘আসলে ওভাবে চিন্তা করিনি চাপ নিয়ে খেলব। দলের প্রতি মেসেজ ছিল আমরা একটা একটা করে ম্যাচ খেলব। তেমন বড় কিছু শুরুতেই প্ল্যান করিনি। এরপর যদি ফাইনাল পর্যন্ত যেতে পারি, তবে ড্রেসিংরুমে নিজেদের শান্ত রাখার চেষ্টা করব।’
একই প্রশ্নের জবাবে রংপুর অধিনায়ক আকবর আলী বলেন, ‘দলের প্রতি আমাদের বার্তাটাও একই। হ্যাঁ, অবশ্যই একটা ফাইনাল এটা। তবে সাধারণ একটা ম্যাচ হিসেবেই খেলব। কারণ যখনই ফাইনাল হিসেবে দেখব, অপ্রত্যাশিত কিছু চাপ এসে পড়বে। তাই আমরা ড্রেসিংরুম নরমাল রাখার চেষ্টা করছি।’
গ্রপ পর্বে টানা ৭ ম্যাচ জিতে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচ হারে ঢাকা মেট্রো। পরবর্তীতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে ফাইনালে সেই রংপুরকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন নাঈমরা। গ্রুপ পর্বে রংপুর জিতেছিল ৫ ম্যাচ। যে ২ ম্যাচে হেরেছে, তার একটিতে প্রতিপক্ষ ছিল ঢাকা মেট্রো। পুরো টুর্নামেন্ট হিসেব করলে তৃতীয় বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন আকবর-নাঈমরা।
প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে তাই জানাশোনাটাও স্বভাবতই বেশি হওয়ার কথা। নাঈমের কথাতেও থাকল সেই সুর, ‘একটা ব্যাপারে আমি নিশ্চিত, ও (আকবর) জানে আমার দলের শক্তি কোথায়। আমিও জানি ওদের শক্তির ব্যাপারে। চেষ্টা থাকবে ঠিক সময়ে ঠিক জিনিসটা করার।
আকবরও বললেন, প্রতিপক্ষ এবং নিজেদের সামর্থ্য-কমতির বাস্তবতা মেনে নিয়েই লড়বেন তারা, ‘আমরা জিম করছিলাম একসাথে। জিমে বলছিলাম এটা আসলে তিন ম্যাচের সিরিজ হয়ে গেছে মেট্রো-রংপুরের (হাসি)। আমরা নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে জানি। চেষ্টা থাকবে মাঠে ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়ন করার।’
সারাবাংলা/জেটি