Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন, প্রধান বিজিবির সাবেক ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:১৩

সোমবার পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: মন্ত্রণালয়

ঢাকা: ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত আলোচিত পিলখানা হত্যকাণ্ড তদন্তের জন্য সাত সদস্যের কমিশন গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক এক মহাপরিচালককে (ডিজি) প্রধান করে গঠিত কমিশনে সামরিক, বেসামরিক বিভিন্ন খাত থেকেই সদস্যদের রাখা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পিলখানা হত্যাকাণ্ড বিজিবির সাবেক নাম বাংলাদেশ রাইফেলসের নাম অনুযায়ী (বিডিআর) ‘বিডিআর বিদ্রোহ’ হিসেবেও পরিচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বলেন, আপনারা সবসময় চেয়েছেন, বিডিআর বিদ্রোহ নিয়ে কমিশন হোক। এরই মধ্যে প্রধান উপদেষ্টা গতকাল (রোববার) রাতে কমিশন অনুমোদন করে দিয়েছেন। কমিশনের সদস্য সংখ্যা সাতজন।

কমিশনের প্রধান হিসেবে রয়েছেন বিজিবির সাবেক ডিজি এ এল এম ফজলুর রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার সঙ্গে কমিশনে থাকছেন সামরিক বাহিনীর দুজন সদস্য, সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরও পড়ুন- শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গতকাল রোববার কুমিল্লার চৌদ্দগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসউইং বলেছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু দুষ্কৃতিকারী সবখানেই রয়ে গেছে। যে দুষ্কৃতিকারীরা তাকে (বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই) হেনস্তা করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি তাকে (শেখ হাসিনা) প্রত্যার্পণ (এক্সট্রাডিশন) করার জন্য। বিষয়টি প্রক্রিয়াধীন।’ ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেটি ব্যবহার করেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়েও সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি বলেন, ‘দেড়-দুই মাসে নয়, বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। তবে আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না।’ রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন। সেখানে আগের বছরের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৩২ জন বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন উপদেষ্টা। এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, সেবা (বিজিবিএমএস) ও ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, সেবায় (পিবিজিএমএস) ভূষিত করা হয়েছে।

উপদেষ্টা পরে বিজিবি আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

সারাবাংলা/ইউজে/টিআর

তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর