Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২২

রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

পূর্ব কোনো ঘোষণা ছাড়াই রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।

রোববার (২৩ ডিসেম্বর) মস্কোতে অনুষ্ঠিত এই বৈঠকে ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছে এই দুই দেশ।

বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে তবে দুই নেতা যৌথ প্রেস বিবৃতি দেবেন না। স্লোভাকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সংকটের মোকাবিলা এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

ইউক্রেনের ওপর দিয়ে গ্যাস লাইন স্লোভাকিয়া পৌঁছায়। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন রাশিয়ার এই গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছে। ফলে স্লোভাকিয়ায় গ্যাস পৌঁছাচ্ছে না। কীভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব, তা নিয়ে বারবার আলোচনা হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি।

বিজ্ঞাপন

কিয়েভ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গ্যাসের লাইন চালু করতে দেবে না। এই পরিস্থিতিতেই পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন ফিকো।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে বলেছেন, তিনি কোনোভাবেই গ্যাসের সাপ্লাই লাইন চালু করবেন না। এরপরেই পুতিনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন ফিকো।

ফিকো জানিয়েছেন, পুতিন গ্যাস পাঠাতে আগ্রহী। বৈঠকে সেই বার্তাই দিয়েছেন তিনি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের অবস্থান পরিবর্তন না করলে গ্যাস পাওয়া অসম্ভব।

এদিকে স্লোভাকিয়ায় ফিকোর বিরোধীরা অভিযোগ করেছেন, পুতিনের সঙ্গে বৈঠক না করে প্রধানমন্ত্রীর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসা উচিত ছিল।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫৩

বুয়েটে বিভিন্ন পদে চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫০

শ্যামাপূজা ও দীপাবলি আজ
২০ অক্টোবর ২০২৫ ১০:৪৩

আরো