Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে চিঠি, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানো যাবে: পররাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৭

ঢাকা: ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে বলে জানান তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, ভারতকে আমরা ক্লিয়ারলি জানিয়েছি- বিচার ব্যবস্থার জন্য আমরা তাকে যে ফেরত চাচ্ছি, সেটা জানিয়েছি।

ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কী হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

প্রসঙ্গত এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সারাবাংলা/ইউজে/আরএস

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর