Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১ থেকে ২৪ সব কিছু রাজনীতিবিদদের সমন্বয়ে হয়েছে : রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: ‘৭১ থেকে ২৪ সব কিছু রাজনীতিবিদদের সমন্বয়ে হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল এ দোয়া মাহফিল আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘চুরি-ছিনতাই বেড়ে গেছে। মাত্র কয়েক দিনে ৯ জন মানুষ ছিনতাইকারীর হাতে নিহত হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে পারছে না সরকার। আমরা কিছু বললেই বলে, রাজনীতিবিদরা ৫৪ বছরে কিছুই করতে পারেনি। অথচ ৭১, ৯০ এবং ২৪ সবকিছু রাজনীতিবিদদের সমন্বয়েই হয়েছে।’’

তিনি বলেন, ‘‘অন্তবর্তী সরকারের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। আমরা আশা করি, এ সরকার ‘আওয়ামী শাসনের’ পুনরাবৃত্তি করবে না। এ সরকার মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে, যদি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে।’

রিজভী বলেন, ‘‘সরকারের কেউ কেউ বলছেন- এত তাড়া কীসের? তাড়া এ জন্যই যে, আওয়ামী লীগ ১৫ বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল। কেড়ে নেওয়া হয়েছিল মানুষের অধিকার। শেখ হাসিনার আমলে নির্বাচনের দরকার ছিল না। কে এমপি হবেন, চেয়ারম্যান হবেন- সব নির্ধারণ করতেন শেখ হাসিনা। নমিনেশন পেলেই পাস। আর পাস করলেই লুটপাট ও দখলবাজি। শেখ হাসিনার একক সিদ্ধান্তেই মানবপাচারকারী, স্বর্ণ চোরাকারবারি ও ডাকাতরা এমপি হয়েছেন।’’

রুহুল কবির রিজভী বলেন, ‘‘নিউইয়র্কের যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো ধনী ব্যক্তিরা বসবাস করেন, সেখানেও আওয়ামী লুটেরাদের প্লট-ফ্ল্যাট রয়েছে। চাঁদপুরে মাঠের পর মাঠ দখল করেছে দিপু মনি। তারা জানত, এসব অপকর্মের বিচার নেই।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘সম্প্রতি তথ্য পাচ্ছি যে, বাংলাদেশের অনেক গুম-খুনের সঙ্গে ভারত জড়িত। এর প্রমাণ আমাদের সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের সঙ্গে ভারতের এতই গভীর বন্ধুত্ব যে, তাদের অনেক দায় ভারত নিয়েছে। ভারত এবং পতিত আওয়ামী লীগ অনেক দাবার চাল দেবে। এ ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।’’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিত, কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর