Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে পাহাড়ের জুম ফসলের প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭

জুম ফসলের প্রদর্শনী। ছবি: সারাবাংলা।

রাঙ্গামাটি: পাহাড়ি নারীদের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্যের প্রচার ও প্রসারে রাঙ্গামাটিতে জুম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা শহরের নিউ মার্কেট এলাকার আশিকা কনভেনশন হলে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রোগ্রেসিভ।

প্রদর্শনীতে পাহাড়ের জুমে উৎপাদিত ফলসহ বিভিন্ন ফসল প্রদর্শন করা হয়। পাশাপাশি চাষীদের ‍ব্যবহার্য পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র দেখা যায়। এতে ২০টি স্টল ছিল।

এ আয়োজনে দর্শনার্থীরা পাহাড়ের জুমচাষ, জুমের ফসল, জুমিয়াদের জীবনধারণ ও খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাবেন বলে মনে করছেন আয়োজকরা।

প্রদর্শনীর উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আওয়ালীন খালেক। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় আলোচনা সভায় সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম রাঙ্গামাটির উপদেষ্টা আইনজীবী সুস্মিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন কৃষিবিদ পবন কুমার চাকমা, প্রোগ্রেসিভ’র নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা ও হেডম্যান শান্তি বিজয় চাকমা।

অনুষ্ঠানে পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোররা নৃত্য ও রাঙ্গামাটির সংগীত শিল্পী পার্কি চাকমা গান পরিবেশন করেন।

মেলার দর্শনার্থী অমিয় খীসা বলেন, এখানে জুমে উৎপাদিত বিভিন্ন সবজি বিক্রি ও প্রদর্শনী করা হচ্ছে দেখে ভালো খুব লাগতেছে। এগুলো সব পাহাড়ের জুমে প্রাকৃতিকভাবে উৎপাদিত হওয়া একদম ফ্রেশ সবজি। আমি নিজেও বেশকয়েকটি সবজি ও জিনিসপত্র কিনে নিয়েছি।

বিজ্ঞাপন

রিয়া চাকমা নামে আরেকজন বলেন, পাহাড়ের জুমে কোনো ধরণের কীটনাশক ওষুধ ছাড়া প্রাকৃতিক পরিবেশে উৎপাদন হয়ে থাকে। এগুলো ঘরোয়াভাবে ও স্থানীয় বাজারে বেচা-বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।

সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের সদস্য নুকু চাকমা বলেন, নারীরাও এখন জুম, কৃষিতে অনন্য ভূমিকা রাখছেন। জলবায়ু পরিবর্তনের ফলে এখন যে ধরণের কৃষি উপযোগী হবে; সেটাই করছে আদিবাসী নারীরা। কৃষি উন্নয়নে স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। এর ফলে নারীরা সফলতার মুখ দেখছেন এবং অর্থনীতিতে ভূমিকা রাখছেন।

প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা বলেন, পাহাড়ের নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে ও পাহাড়ের জুমে উৎপাদিত বিভিন্ন ফসল, সবজিগুলোর প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমে জুমের উৎপাদিত বিভিন্ন ফসল, শাক-সবজি ও বীজ রয়েছে সেগুলোর নাম সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের তৃণমূল নারীরা এসব জুমে উৎপাদিত ফসলগুলো বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। পাশাপাশি পিছিয়ে পড়া নারীরাও এগ্রিয়ে আসবেন ‍ৃ

সারাবাংলা/এসআর

এনজিও প্রোগ্রেসিভ জুম জুম ফসলের প্রদর্শনী রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর