Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেপজায় চীনা কোম্পানির ২ কোটি ৮৯ লাখ ডলার বিনিয়োগ

সাারাবাংলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ২০:২২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:১১

বেপজা

ঢাকা: চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে। প্রতিষ্ঠানটি একটি পোশাক উৎপাদনকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) এ লক্ষ্যে ঢাকায় বেপজা নির্বাহী দফতরে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝুওয়ান কাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞাপন

চীনা কোম্পানিটি বার্ষিক পাঁচ কোটি পিছ আন্ডারওয়্যার, টি শার্ট, ইয়োগা প্যান্ট এবং সাঁতার কাটার প্যান্ট তৈরি করবে। এ কোম্পানিতে ৩ হাজার ১৩৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডকে ধন্যবাদ জানান। এছাড়া বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার তুলে ধরেন। তিনি ডিং উ (বিডি) এন্টারপ্রাইজকে বেপজা পরিবারে স্বাগত জানান।

চুক্তি সই অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

বেপজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর