বেপজায় চীনা কোম্পানির ২ কোটি ৮৯ লাখ ডলার বিনিয়োগ
২৩ ডিসেম্বর ২০২৪ ২০:২২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:১১
ঢাকা: চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে। প্রতিষ্ঠানটি একটি পোশাক উৎপাদনকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে।
সোমবার (২৩ ডিসেম্বর) এ লক্ষ্যে ঢাকায় বেপজা নির্বাহী দফতরে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝুওয়ান কাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চীনা কোম্পানিটি বার্ষিক পাঁচ কোটি পিছ আন্ডারওয়্যার, টি শার্ট, ইয়োগা প্যান্ট এবং সাঁতার কাটার প্যান্ট তৈরি করবে। এ কোম্পানিতে ৩ হাজার ১৩৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডকে ধন্যবাদ জানান। এছাড়া বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার তুলে ধরেন। তিনি ডিং উ (বিডি) এন্টারপ্রাইজকে বেপজা পরিবারে স্বাগত জানান।
চুক্তি সই অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইচআই