Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি অধ্যাপক আতাউর রহমানকে সাময়িক অব্যাহতি


২৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩৮

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মো. আতাউর রহমানকে বিভাগের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক মো. আতাউর রহমানের মেয়াদকালের আয়-ব্যায়ের সমুদয় হিসাব সম্পর্কে অভিযোগের ভিত্তিতে বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নাসিমা আখতারকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। গত ১২ ডিসেম্বর ৫৩৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত প্রফেসর আতাউর রহমানকে উর্দু বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক মো. আতাউর রহমান বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ছাত্রদলের রাজনীতি করে এসেছি। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন হলো জামায়াতি প্রশাসন। তারা আমায় শোকজ না করে বা আমার কাছ থেকে হিসাবের বিষয়ে জানতে না চেয়ে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে। আমার আগের দুইজন সভাপতিও তাদের দায়িত্ব শেষ করার সময় খরচের হিসাব বুঝিয়ে দিয়ে যান নি। আমার কাছে আমার হিসাব সংক্রান্ত প্ল্যানিং প্রস্তুত করা আছে। আমি ভেবে চিন্তে পরবর্তী পদক্ষেপ নেব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর