Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সম্মাননা দিল পুলিশ

স্পেশাল করসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২০:৫০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২০:৫২

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতাকে সম্মাননা। ছবি: সারবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতাকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের ৯ সদস্য এবং আহত ছাত্র-জনতার মধ্যে ৫৩ জন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে আহত ছাত্রদের পক্ষ থেকে শাফীন শাররাজ ও জোনায়েদ ইসলাম এবং আহতদের পরিবারের পক্ষ থেকে গীতা রাণী রায় তাদের অনুভূতি তুলে ধরেন। শহিদ পরিবারের পক্ষ থেকে মহিবুল হক বক্তব্য দেন। এছাড়া শহিদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফরহানা আক্তার রাণী অনুভূতি ব্যক্ত করেন। পুলিশের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খানও বক্তব্য দেন।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টের প্রবল আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

সারাবাংলা/আরডি/এসআর

আহতদের সম্মাননা গণঅভ্যুত্থানে শহিদ সম্মাননা দিল পুলিশ