কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্বার করল র্যাব
২৩ ডিসেম্বর ২০২৪ ২২:০৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০০:১৫
ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার করেছে র্যাব। একইসঙ্গে অভিযান চালিয়ে হাসিনা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে শিশুটিকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে উদ্বার করা হয়।
গত ২০ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি হয়। পরবর্তীতে ভুক্তভোগী বৃষ্টি আক্তার (২৪) তার নবজাতক শিশুকে ফিরে পেতে ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাসিনা নবজাতক শিশু চুরির সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেন।
প্রাথমিকভাবে জানা যায়, ভুক্তভোগী বৃষ্টি আক্তার কিশোগঞ্জের নিকলি এলাকার বাসিন্দা। তিনি তৃতীয় সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর তার প্রসব ব্যথা ওঠলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং রাত ১০টায় তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরবর্তীতে গত ২০ ডিসেম্বর সকালে বৃষ্টি আক্তার তার পাশের বেডে নিজেকে রোগী দাবি করা এক নারীর কাছে নবজাতক শিশুটিকে রেখে তার মায়ের সাথে ওয়াশরুমে যান। ভুক্তভোগী ওয়াশরুম থেকে ফিরে এসে পাশের বেডের রোগীসহ নবজাতক শিশুটিকে সেখানে খুঁজে পায় না।
গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
সারাবাংলা/ইউজে/এইচআই