চালডাল ডট কমের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি সই
২৩ ডিসেম্বর ২০২৪ ২২:৩৯
ঢাকা: রাজধানীর অন্যতম বৃহৎ গ্রোসারী অনলাইন প্ল্যাটফর্ম চালডাল ডট কমের সঙ্গে চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
বুধবার (১৮ ডিসেম্বর) শুক্রাবাদে ব্যাংক এশিয়ার কার্ড ডিপার্টমেন্ট কার্যালয়ে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংক এশিয়ার কার্ড, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিং এর প্রধান জিশান আহাম্মদ এবং চালডাল এর চিফ অপারেটিং অফিসার ইফতেখারুল আলম রাজধানীর
এ চুক্তির আওতায়, ব্যাংক এশিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ড (সকল ভিসা ও মাস্টারকার্ড) হোল্ডারগণ চালডাল.কম এ অর্ডার মূল্যের উপর ৫ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।