Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সহজে জয়লাভ করা নির্বাচন গ্রহণযোগ্য হয় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:০৩

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। সেই নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসবে না।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

দেশে বিএনপি ও আওয়ামী লীগের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘এ দুটি দলের একটি দল নির্বাচনে বাইরে থাকলে তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। বাধা সৃষ্টি করে প্রতিযোগী কমিয়ে আমি কিছু হয়ে গেলাম, এটি অবাধ নির্বাচন হতে পারে না।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টিও নির্বাচন চায়, তবে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এখনো। নির্বাচন আমরাও চাচ্ছি। কিন্তু আমাদের বিভিন্নভাবে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না। আমাদের স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাই লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া যে উদ্দেশ্যে নির্বাচন দেওয়া হচ্ছে তার লক্ষ্য পূরণ হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার আসুক। বর্তমান সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করে সংস্কার করা সম্ভব হবে না। পরবর্তী সময়ে রাজনৈতিক দল দেশের স্বার্থে সবকিছু ঠিক করবে। এভাবে গেলে সকলের জন্য ভালো হবে।’

এ সময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

গ্রহণযোগ্য জয়লাভ টপ নিউজ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর