কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, তীব্র ক্ষোভ জানিয়েছে সিপিবি
২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৬
ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সোমবার (২৩ ডিসেম্বর) একটি বিবৃতিতে দলটির নেতারা লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কোনোভাবে অপমান করা যাবে না। যদি এদের মধ্যে কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সংগত। কিন্তু ‘মবে জাস্টিস’র নামে আইন নিজের হাতে তুলে নেওয়া, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, মুক্তিযোদ্ধাদের হেনস্ত করা, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির একাংশের বর্তমান কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে। এটা দেশের কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।’
বিবৃতিতে দলটির নেতারা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান। একইসঙ্গে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করার বিরুদ্ধে সচেতন দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ ছাড়া সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বরং কোথাও কোথাও আরও অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।
সারাবাংলা/এএইচএইচ/এইচআই