Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার সোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ০০:০৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০০:০৭

চুয়াডাঙ্গা-৫৮ বিজিবি

চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বিজিবি’র তালিকায় জব্দকরা এ অবৈধ সোনার মূল্য ১ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৬২৮ টাকা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সোনার বারগুলো জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল আজিজুস শহীদ এদিন রাতে পাঠানো মেইল বার্তায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একজন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে জীবননগর উপজেলার গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে যাবে।

এরকম সুনির্দিষ্ট তথ্যে পেয়ে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপি’র একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটির ৬৭/১-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের আশকর মন্ডলের আম বাগানের মধ্যে অবস্থান নেয়। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক এদিন বেলা দেড়টায় একজন চোরাকারবারী বাইসাইকেলযোগে আম বাগানের ভেতর দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে তার বাইসাইকেলটি ফেলে দৌঁড়ে বাগানের মধ্যে দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল বাইসাইকেলের ঝোলানো একটি প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করে সেখানে রাখা ৪টি অবৈধ সোনার ফ্লাটবার পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। এ ব্যাপারে অজ্ঞাত পলাতক চোরাকারবারীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে। জব্দকরা সোনার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

চুয়াডাঙ্গা সোনা জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর