২০২৪ কেমন গেল মেসির?
২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০০
দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২৪। নিজের দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি বছর পার করলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন মেসি। ৩৭ বছর বয়সী মেসির এই বছরটা কেমন কাটল, চলুন দেখে নেওয়া যাক সেটাই।
জাতীয় দল ও ক্লাবের হয়ে বছরজুড়েই মাঠ দাপিয়ে বেড়িয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২০২৪ সালটা স্মরণীয় ছিল মেসির জন্য। ২০২১ সালের কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার মিশনেই এই বছর যুক্তরাষ্ট্রে মাঠে নেমেছিলেন মেসি। আর্জেন্টিনার হয়ে প্রথম ভাগে সেভাবে আলো ছড়াতে পারেননি মেসি। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে, মেসিও ফিরে পেয়েছেন নিজেকে। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা।
কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের প্রথমার্ধে পাওয়া গোড়ালির ইনজুরি মেসিকে বেশিক্ষণ মাঠে থাকতে দেয়নি। হাফ টাইমের পরপরই কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন তিনি। অনেকেই হয়তো ভেবেছিলেন, এটাই হয়তো আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির শেষ। শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে টানা দ্বিতীয়বার কোপার শিরোপা উঁচিয়ে ধরেছেন মেসি। এবারের কোপায় ৫ ম্যাচে মেসির গোল একটি, অ্যাসিস্টও একটি।
গোড়ালির এই ইনজুরিতে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন মেসি। ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ৪ ম্যাচে গোল করেছেন ৩টি, অ্যাসিস্টও তিনটি। তার দারুণ ফর্মের সুবাদেই লাতিন অঞ্চলের শীর্ষস্থান মজবুত করেছে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সি গায়ে দুটি প্রীতি ম্যাচেও মাঠে নেমেছেন মেসি। সেই দুই ম্যাচেও করেছেন ২ গোল, অ্যাসিস্ট একটি।
সব টুর্নামেন্ট মিলিয়ে ২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে ১১ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। গোল পেয়েছেন ৬টি, অ্যাসিস্ট ছিল ৫টি। প্রতি ১৫২ মিনিটে গোল পেয়েছেন মেসি, প্রতি ৮৩ মিনিটে ছিল একটি অ্যাসিস্ট। র্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করেছে মেসির আর্জেন্টিনা।
জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও ছিল মেসির দাপট। মায়ামির হয়ে একের পর এক গোলে মেসি গড়েছেন নতুন নতুন রেকর্ড। মেজর সকার লিগে মায়ামির হয়ে মেসি নেমেছেন ১৯ ম্যাচে। তার পা থেকে গোল এসেছে ২০টি, অ্যাসিস্ট ছিল ১০টি। মেসিতে ভর করে মেজর সকার লিগে রেকর্ড পয়েন্ট নিয়ে গত অক্টোবরে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি।
মায়ামির হয়ে কনকাকাফ চ্যাম্পিয়নশিপে মেসি খেলেছেন ৩ ম্যাচ। এখানে তার গোল ২টি, অ্যাসিস্টও ২টি। তবে মেজর সকার লিগের প্লে-অফে বড় ধাক্কা খেয়েছেন মেসি। আটালান্টার বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফে ২-১ ব্যবধানে হেরে বাদ পড়েছেন মেসিরা। সেই ৩ ম্যাচে মেসি করেছেন একটি গোল, অ্যাসিস্টও একটি।
সব মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে ২৫ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। গোল পেয়েছেন ২৩টি, অ্যাসিস্ট ১৩টি। প্রতি ৮৬ মিনিটে একটি গোল পেয়েছেন মেসি। প্রতি ৫৫ মিনিটে করেছেন একটি অ্যাসিস্ট।
সারাবাংলা/এফএম