Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুরস্কে উত্তর কোরিয়ার ৩ হাজার সৈন্য হতাহত: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১

কুরস্কে উত্তর কোরিয়ার ৩ হাজার সৈন্য হতাহত: জেলেনস্কি

ইউক্রেনের কুরস্ক অঞ্চলে রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার তিন হাজার সৈন্য নিহত অথবা আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

সোমবার (২৩ ডিসেম্বর) জেলেনস্কি এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন,‘প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী কুরস্কে উত্তর কোরিয়ার নিহত এবং আহত সৈন্য সংখ্যা ইতোমধ্যে তিন হাজার অতিক্রম করেছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও কর্মী এবং সরঞ্জাম পাঠাতে পারে। সেই সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাকে প্রতিহত করার জন্য বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘রুশ সেনাবাহিনীতে উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে।’

এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়ায় আত্মঘাতী ড্রোনসহ আরও সৈন্য ও অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

সারাবাংলা/এসডব্লিউ

ইউক্রেন উত্তর কোরিয়া সেনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর