১৭ বছর পর মুক্তি পেলেন আবদুস সালাম পিন্টু
২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০৮
ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
কারাগার থেকে মুক্তির পর তিনি সরাসরি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করতে যাচ্ছেন। সেখানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত আছেন।
জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন আবদুস সালাম পিন্টু। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
উল্লেখ্য ২০০৪ সালের ২১শে অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে ঢাকার একটি বিশেষ দ্রুত আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ যে ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন, তার মধ্যে আব্দুস সালাম পিন্টু ছিলেন অন্যতম।
বিদায়ী বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে মামলার আসামীরা আপিল করেন। ২১ নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। গত ২ ডিসেম্বর আপিলের রায় দেন হাইকোর্ট। এ রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন।
সারাবাংলা/এজেড/এমপি