Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৩২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০৭

ঢাকা: তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ তথ্য জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্তর নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

গত বছর ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

৫ আগস্ট পটপরিবর্তনের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ তদন্তে একটা কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল।

সারাবাংলা/এজেড/এমপি

নারায়ণগঞ্জ জেলা বিএনপি