Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের সহযোগী আ. লীগ নেতা আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৪:০৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:০৩

আওয়ামী লীগ নেতা এম এ আজিজ।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে এক বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন নোয়াখালীর আওয়ামী লীগ নেতা এম এ আজিজ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করেছে।

এম এ আজিজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাড়ি নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম সারাবাংলাকে বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এম এ আজিজ নামে একজন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শুনেছি, তিনি সেখানে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। তার নামে কোনো থানায় মামলা আছে কি না, সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। যেখানে মামলা পাওয়া যাবে, সেই থানায় সোপর্দ্দ করা হবে।’

সারাবাংলা/আরডি/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর