Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল ২০২৪
ঢাকাকে গুড়িয়ে দিয়ে শিরোপা জিতল রংপুর

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৭

শিরোপা জিতল রংপুর

ন্যাশনাল ক্রিকেট লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এই ফাইনাল হয়েছে একেবারেই একপেশে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা ঢাকাকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতেছে রংপুর।

এনসিএলের এবারের আসর আয়োজন করা হয়েছিল টি-২০ ফরম্যাটে। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করে ফাইনালে পৌঁছে যায় ঢাকা ও রংপুর। সিলেটের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রংপুর। ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ পারফর্ম করেছেন রংপুরের বোলাররা। মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর বিধ্বংসী বোলিংয়ে দাঁড়াতে পারেনি ঢাকার ব্যাটিং লাইনাপ। প্রথম ওভারেই ইমরানুজ্জামানকে ফিরিয়ে আঘাত হানেন মুগ্ধ।

বিজ্ঞাপন

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় স্কোরের স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে ঢাকার। মুগ্ধ নিয়েছেন ১২ রানে ৩ উইকেট। ১২ রানে ৩ উইকেট পেয়েছেন বাবুও। ঢাকার মাত্র দুজন ব্যাটার দুই অংক ছুঁতে পেরেছেন। শুভর ১৪ ও রনির ১৩ রানের সুবাদে ৫০ পেরোয় দলের ইনিংস। শেষ পর্যন্ত ১৬ ওভার ৩ বলেই ৬২ রানে গুটিয়ে যায় ঢাকা।

অল্প লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরেরও। টপ অর্ডারের ব্যর্থতায় ১৮ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল রংপুর। দ্রুত প্রতিপক্ষের ব্যাটারদের ফিরিয়ে লড়াইয়ের আভাস দিচ্ছেন ঢাকার বোলাররা।

তবে শেষ পর্যন্ত ঢাকা আর ম্যাচে ফিরতে পারেনি। আরিফুল হকের ১৪ ও আনামুল আনামের ১৪ রানের দুটি ইনিংস রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১.২ ওভারেই ঢাকার দেওয়া টার্গেট ছুঁয়ে শিরোপা নিশ্চিত করেছে রংপুর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

এনসিএল ২০২৪ ঢাকা মেট্রো রংপুর

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর