Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রকৃত আন্দোলনকারী চিহ্নিত করতে হবে, যাতে ভুয়া মুক্তিযোদ্ধার উদ্ভব না হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮

মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, ‘৫ আগস্টের আগের শত্রুরা নতুন পরিচয়ে আবারও মাঠে নেমেছে। তাদের প্রতিহত করতে না পারলে বিরাট একটি অধ্যায় ছাত্রজনতাকে আবারও অতিক্রম করতে হবে, না হলে আবারও ১৯৭১ সাল পরবর্তী সেই কালো অধ্যায়ের সম্মুখীন হবে দেশ। প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে আমাদের সংগঠিত করতে হবে, যাতে ১৯৭১ সালের মতো ভুয়া মুক্তিযোদ্ধার উদ্ভব না হয়।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগর জামায়াত এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘২০২৪ সালের ৩৬ জুলাইয়ে রয়েল বেঙ্গল টাইগারের মত হুঙ্কার দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। সেদিন বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষ ছাত্রদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমে এসেছিল। সেই আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। তাদের টাকাপয়সা, ধনসম্পদ সামলানোর দায়িত্ব নিয়েছে এক শ্রেণির মানুষ। তাদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকতে হবে।’

নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর শাখার সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া সভায় শহিদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফয়সাল আহমেদ শান্ত ও কাউছার হামিদের মা এবং আহতদের মধ্যে তাওহিদুল ইসলাম, নুর হোসেন, মোহাম্মদ ওয়ালি হোসেন, মিছবাহ উদ্দিন, মাহবুব তালুকদার, জাহাঙ্গীর আলম, সাইয়েদ মাহমুদুল হাসান, মুহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।

সারাবাংলা/আরডি/ইআ

আমীর শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

ভাগ্য গণনা করছেন মোশাররফ করিম!
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪০

আরো

সম্পর্কিত খবর