বৃহস্পতিবারের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না এলে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮
ঢাকা: বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বর) মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতার বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হলে চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ঐকবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অরগানাইজেশন অব বাংলাদেশ (ইউমব)।
গণমাধ্যমে পাঠানো ইউমব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের পারিতোষিক ৫০ হাজার টাকা বা নবম গ্রেড তথা মেডিকেল অফিসার সমমানের বেতন কাঠামো অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি করেন।
সরকারের পক্ষ থেকে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী বৃহস্পতিবারের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট কোন প্রজ্ঞাপন জারি না করা হলে, চিকিৎসক মহল ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালে চিকিৎসকদের আন্দোলনের মাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের পারিতোষিক সর্বপ্রথম ১০ হাজার টাকা প্রদান করা হয়, যা চিকিৎসকদের আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল। এরপর থেকে প্রতিবার আন্দোলন করে এই পারিতোষিক বৃদ্ধি করতে হয়েছে। সর্বশেষ ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির (ডিএমজেএস) নেতৃত্বে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে পারিতোষিক ৫ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ২৫ হাজার টাকা নির্ধারিত হয়। এই পরিমাণ পারিতোষিক দিয়ে একজন পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত চিকিৎসকরা মৌলিক অধিকারটুকু নিশ্চিত করতে পারছে না এবং নিজের পরিবারের ভরণপোষণে ন্যূনতম অবদান রাখতে পারছে না।
ইউমব জানায়, পারিতোষিক বৃদ্ধি করার যৌক্তিক বিষয়ে চিকিৎসক মহল, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ একমত থাকা সত্ত্বেও পারিতোষিক বৃদ্ধি নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। কালক্ষেপণ এবং সুস্পষ্ট কোনো প্রজ্ঞাপন না দেওয়ার পরিপ্রেক্ষিতে, পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত চিকিৎসকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগের সঙ্গে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশ (ইউএমওবি) ঐক্যমত পোষণ করেছে। যৌক্তিক এই দাবি পূরণ হওয়ার পূর্ব পর্যন্ত দাবি আদায়ের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সারাবাংলা/এসবি/এসডব্লিউ
ইউনাইটেড মেডিকেল অরগানাইজেশন অব বাংলাদেশ (ইউমব) চিকিৎসক ভাতা বৃদ্ধি