বন্দরের অনিয়ম বের করার নির্দেশ নৌ উপদেষ্টার
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:১১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের অনিয়ম বের করার নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও শেড পরিদর্শন শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌ-পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, পোর্ট যদি বছরের পর বছর এক অবস্থায় থাকে। একটু আগে দেখলাম, ট্রাক দাঁড়িয়ে আছে। সেখানে বিভিন্ন অনিয়মের কথা আমি শুনলাম। সে অনিয়মগুলো বের করার জন্য বলেছি। আমদানি ও রফতানি যদি সময়মতো করা না যায় এবং এসব পণ্যের জন্য যদি বন্দরের জায়গা না থাকে তাহলে এটা খুবই জটিল হয়ে যায়।
বন্দরে পড়ে থাকা পণ্য পুরোপুরি খালাস না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নৌ-উপদেষ্টা বলেন, এখানে আমি প্রথম যখন এসেছি তিন মাস আগে, যা দেখলাম মোটামুটি সে অবস্থাতেই আছে। কিছু হয়তো কমেছে। কিন্তু আরও কিছু বাড়াতে পারতো। এটি গতি নয়। এই স্পিডে করলে আরও তিন বছরেও এগুলো হবে না। আমি এনবিআরকে (জাতীয় রাস্ব বোর্ড) অনুরোধ করেছি, যত তাড়াতাড়ি নিলাম শেষ করতে।
তিনি আরও বলেন, উনারা আমার কাছ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুরোনো অকশনসহ অন্যান্যগুলোও পরিষ্কার হয়ে যাবে। আমি ওই পর্যন্ত সময় দিতে রাজি আছি। যদি না হয়, চেয়ারম্যানকে বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে সেটা যেন উনি বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে।
এ সময় চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মারুফুর রহমান ও বন্দর সচিব ওমর ফারুক উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/ইআ